Last Updated: December 8, 2012 11:23

বিধানসভায় সরকারের শোকপ্রস্তাবে জায়গা পেল না তেহট্টে পুলিসের গুলিতে নিহত অশোক সেনের নাম। অধ্যক্ষ জানিয়েছেন, তেহট্টে পুলিসের গুলিতে মৃত্যু তেমন তাত্পর্যপূর্ণ নয়। সেকারণেই শোকপ্রস্তাবে অশোক সেনের নাম রাখা হয়নি।
রাজ্যে বিরোধী আসনে থাকাকালীন বিধানসভার নন্দীগ্রামে নিহতদের নাম শোকপ্রস্তাবে তোলার জন্য সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে তুমুল হট্টগোলও হয় বিধানসভায়। ওয়াকআউট করেন তত্কালীন তৃণমূল বিধায়করা। তাঁদের দাবি ছিল নন্দীগ্রামে পুলিসের গুলিতে নিহতদের নাম শোকপ্রস্তাবে রাখতে হবে। বতর্মানে তৃণমূল শাসকদল।
আজ শাসকআসনে বসেই নিজেদের অবস্থান পাল্টে ফেলেছেন তাঁরা। বিধানসভার শোকপ্রস্তাবে তেহট্টে পুলিসের গুলিতে নিহত অশোক সেনের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর নাম শুধু বাদই দেওয়া হয়নি, তাত্পর্যপূর্ণভাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তেহট্টের ঘটনা তেমন গুরুত্বপূর্ন নয়। সেকারণেই অশোক সেনের নাম শোকপ্রস্তাবে রাখা হয়নি।
First Published: Saturday, December 8, 2012, 11:23