Last Updated: March 20, 2013 11:04

ইতালীয় নাবিকদের নিয়ে দু`দেশের মধ্যে তৈরি হওয়া বিতর্কে কোনও ভাবেই নিজেদের জড়াতে চায় না আমেরিকা। ইতালি ও ভারতকেই এই সমস্যা মিটিয়ে নিতে হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সে দেশের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, "এটা আমাদের বিষয় নয়, এটা ভারত ও ইতালির আভ্যন্তরিন বিষয়।"
কেরল উপকূলে ইতালীয় নাবিকদের হাতে দুই ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাসিমিলিয়ানো লাতরে এবং সালভাতোরে গিরোনিকে ভোটের জন্য ইতালি যাওয়ার নির্দেশ দেয় এ দেশের শীর্ষ আদালত। শর্ত ছিল, কয়েকদিন পর অভিযুক্ত দুই নাবিককে ভারতে ফিরিয়ে দিতে হবে ইতালিকে।
গত সপ্তাহে নয়াদিল্লিকেই দায়ী করে খুনের মামলায় অভিযুক্ত দুই নাবিককে ভারতে ফিরিয়ে দেওয়ায় চুক্তি খারিজ করে ইতালীর সরকার।
First Published: Wednesday, March 20, 2013, 11:04