২ টাকার ক্ষতিপূরণ কৃষককে

২ টাকার ক্ষতিপূরণ কৃষককে

Tag:  crop damage
 ২ টাকার ক্ষতিপূরণ কৃষককে দু বছর আগে প্রবল বৃষ্টিতে তাঁর সব চাষ নষ্ট হয়ে গিয়েছিল। হরিয়ানার সর্বহারা সেই কৃষক তখন ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিলেন। দিনের পর দিন গিয়েছে, মাসের পর মাস কেটেছে, বছরের পর বছর ঘুরেছে। তবু ক্ষতিপূরণ পাননি তিনি।

দু বছর পর তিনি ক্ষতিপূরণ পেলেন। তবে সেটা মাত্র দু টাকার। অনেক হিসাবনিকাশ করার পর সরকার ঠিক করেছে প্রবল বৃষ্টিতে সব হারানো সেই কৃষক দু টাকা ক্ষতিপূরণ পাবে। আজ সেই ক্ষতিপূরণ হিসাবে দু টাকার চেকও পৌঁছে গেল কৃষকের বাড়িতে। সেই চেক হাতে নিয়ে কৃষক হাউহাউ করে কাঁদছেন, সেটা আলাদা কথা। হিসাব তো আর কান্না মানে না।

First Published: Thursday, July 25, 2013, 16:53


comments powered by Disqus