মুম্বই ম্যাচের জন্য ৯ কোটি টাকার বীমা, Rs. 9 crore insurance for Mumbai match

মুম্বই ম্যাচের জন্য ৯ কোটি টাকার বীমা

মুম্বই ম্যাচের জন্য ৯ কোটি টাকার বীমামুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচর জন্য ৯ কোটি টাকা বীমা করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরু হওয়ার আগে জঙ্গি নাশকতা, 
খারাপ আবহাওয়া বা কোনও জনপ্রিয় ব্যক্তির মৃত্যুর জেরে যদি ম্যাচ বাতিল হয়ে যায় তাহলে এমসিএ ক্ষতিপুরণ পাবে। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার পর যদি কোনও
কারণে ম্যাচ বাতিল হয় তাহলে এমসিএ ক্ষতিপুরণ পাবেনা। বীমার চুক্তিতে এমনই উল্লেখ করা আছে।


 

First Published: Saturday, October 22, 2011, 23:51


comments powered by Disqus