Last Updated: November 10, 2011 13:24

দুর্নীতি ইস্যুতে আন্না হাজারের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত নয় আরএসএস। তবে আরএসএসের যে কোন সদস্য আন্না হাজারের আন্দোলনকে ব্যক্তিগতভাবে সমর্থন করতেই পারেন। আজ মহাজাতিসদনে ভগিনী নিবেদিতা প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান আরএসএস প্রধান মোহন ভাগবত। গতকাল সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন আরএসএসের নয় আন্না হাজারেরই মস্তিষ্কপ্রসূত। আন্না হাজারের আন্দোলনের সঙ্গে আরএসএসকে এক করে দেখা নিয়ে কংগ্রেসের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মোহন ভাগবত।
First Published: Thursday, November 10, 2011, 13:36