Last Updated: October 14, 2011 15:25

মাঠে মাথা গরম করার খেসারত দিচ্ছেন ওয়েন রুনি। মন্টেনেগ্রোর বিরুদ্ধে খেলায় রেড কার্ড দেখায় তাঁকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করেছে উয়েফা। তার মানে ইউরো কাপের গ্রপ স্তরের খেলার সুযোগ হারালেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার। ইংল্যান্ডের কোচ ফ্যাবিয়ো কাপেলোও রুনির পাশে নেই। নির্বাসনের পর রুনির দলে ঢোকাও সহজ হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন কাপেলো।
First Published: Friday, October 14, 2011, 15:25