ডলারের বিনিময় মূল্যে টাকার দাম ৬৪ ছাড়াল

ডলারের বিনিময় মূল্যে টাকার দাম ৬৪ ছাড়াল

ডলারের বিনিময় মূল্যে টাকার দাম ৬৪ ছাড়ালআরও পড়ল টাকার দাম। ডলারের তুলনায় টাকার পতন অব্যাহত থাকল। ফলে শেয়ারবাজার নিম্নমুখি। নিফটির সূচকও নিম্নমুখী। অবশ্য শুরুর ধাক্কা কিছুটা সামলে এবারে ডলারের দাম ৬৪ টাকার গণ্ডি ছাড়াল। মঙ্গলবার সকালে আরও ৯৮ পয়সা কমে ডলারের দাম দাঁড়ায় ৬৩.৫৫ টাকা।

মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজারও। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ১৫০ পয়েন্ট নীচে নেমে আসে। ভারতীয় টাকার এই লাগাতার পতন চিন্তায় রেখেছে সরকারকে। সুদের হার বাড়ার সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা।





First Published: Tuesday, August 20, 2013, 16:30


comments powered by Disqus