সর্বকালীন রেকর্ড ভেঙে দাম কমল টাকার!

সর্বকালীন রেকর্ড ভেঙে দাম কমল টাকার!

Tag:  Rupee dollar USD INR
সর্বকালীন রেকর্ড ভেঙে দাম কমল টাকার! নামতে নামতে তলানিতে এসে ঠেকল টাকার দাম। সর্বকালীন রেকর্ড ভেঙে ১ডলার মার্কিন ডলারের নিরিখে এখন টাকার মূল্য ৫৭ টাকা ৫৪ পয়সায় এসে দাঁড়াল।

মে মাস থেকে গত পাঁচ সপ্তাহে টাকার দাম এক ধাক্কায় ৫.৭১% পড়েছে। বর্তমানে এশিয়াতে মুদ্রা হিসাবে সবথেকে খারাপ প্যারাফর্মেন্স করেছে টাকা।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ও ক্রেডিট ডেফিসিটের জন্যই টাকার দামের এই রেকর্ড পতন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করছে অর্থনৈতিক মহল।

First Published: Monday, June 10, 2013, 10:26


comments powered by Disqus