টাকার দাম কমতে কমতে ফের রের্কড

টাকার রেকর্ড পতন, বাজার বন্ধ হল ৬৩তে

Tag:  money
টাকার রেকর্ড পতন, বাজার বন্ধ হল ৬৩তেফের রেকর্ড পড়ল টাকার দাম। সোমবার টাকার দাম পৌঁছল ডলার প্রতি ৬৩ টাকা। পতনের ধাক্কায় ফের মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজারও। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ১৫০ পয়েন্ট নীচে নেমে আসে। গত শুক্রবারই আন্তর্জাতিক বাজারে রেকর্ড কমে গিয়েছিল টাকার দাম। সেদিন বাজার বন্ধের সময় টাকার দাম দাঁড়িয়েছিল ৬২ টাকায়।  

এবারে সপ্তাহের শুরুতে সেই পুরনো রেকর্ডও ভেঙে গেল। ভারতীয় টাকার এই পতন চিন্তায় রেখেছে সরকারকে। পতন রুখতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তার কোনওটিই যে খুব একটা কাজে আসছে না তা ফের বুঝিয়ে দিল টাকার রেকর্ড পতন।







First Published: Tuesday, August 20, 2013, 11:43


comments powered by Disqus