Last Updated: July 8, 2013 10:26

টাকার মূল্যের পতন অব্যাহত। সর্বকালীন রেকর্ড ছাপিয়ে সোমবার এক ডলারের দাম গিয়ে দাঁড়াল ৬১.২১ টাকায়।
গত কয়েক দিন মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া ব্যাপক কর্মসংস্থান টাকার মূল্য হ্রাসের অন্যতম কারণ। ইউএস ফেডেরাল রিসার্ভ ভারতে আর্থিক অনুদানের পরিমাণ কমাতে পারে বুঝতে পেরেই আরও দ্রুত হ্রাস পেয়েছে টাকার মূল্য। কমছে ডলারের ভাণ্ডারও।
First Published: Monday, July 8, 2013, 13:17