Last Updated: August 22, 2013 13:32

গত কালের তুলনায় আজ আরও ১ টাকা ৪৮ পয়সা পড়ল টাকার দাম। এখনও পর্যন্ত প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫৬ পয়সা। ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে ডলারের চাহিদা তুঙ্গে থাকায় আজ এই পতন।
First Published: Thursday, August 22, 2013, 13:33