জয়পুরে এলেন না রুশদি, Rushdie not to attend Lit Fest

জয়পুরে এলেন না রুশদি

জয়পুরে এলেন না রুশদিসমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুর সাহিত্য সম্মেলনে না আসার সিদ্ধান্ত নিলেন সাহিত্যিক সলমন রুশদি। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে ভারতে আসা দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে। সম্মেলনের প্রথম দিনেই তাঁর বক্তব্য রাখার কথা ছিল।

১৯৮৮ সালে তাঁর বই `দ্য স্যাটানিক ভার্সেস` বিতর্কের ঝড় তোলে মুসলিম মহলে। `ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার` অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেন ইরানের মুসলিম নেতা আয়াতোল্লা খোমেনি। ভারত সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ হয় এই বই। জয়পুর সাহিত্য উৎসবে তাঁর অংশগ্রহনের সম্ভবনা ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছিল বেশ কিছু গোঁড়া মুসলিম সংগঠন।

অন্যদিকে, তাঁর আসার সম্ভবনাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জারি করা হয়েছে জয়পুরের `ডিগগি প্যালেস` চত্বরে। গোয়েন্দা কুকুর, `ক্লোজ-সার্কিট ক্যামেরা` সহ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে সুরক্ষিত করা হয়েছে প্রবেশ পথ।

জয়পুর সাহিত্য সম্মেলন এশিয়ার শ্রেষ্ঠ সাহিত্যপরব বলে স্বীকৃত। শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে আগামী ৫ দিন পৃথিবীর সেরা ২০০ জন সাহিত্যিক অংশগ্রহণ করবেন। এরই মধ্যে এখন পর্যন্ত সমস্ত আলোচনার কেন্দ্রে ছিলও রুশদির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি। বিগত কিছুদিন ধরেই প্রতিক্রিয়াশীল বেশ কিছু মুসলিম সংগঠন তাঁর ভারতে আসার তীব্র বিরোধিতা করায়, তাঁর সিদ্ধান্ত কি হবে সেই নিয়ে চলছিল জল্পনা। আজ, অনুষ্ঠান শুরুর দিনে তিনি অবশেষে তাঁর অনুপস্থিত থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন।





First Published: Friday, January 20, 2012, 16:30


comments powered by Disqus