রাশিয়ায় নিষিদ্ধ নয় ভাগবদগীতা, Russia does not ban Bhagvad Gita

রাশিয়ায় নিষিদ্ধ নয় ভাগবদগীতা

রাশিয়ায় নিষিদ্ধ নয় ভাগবদগীতাভাগবদগীতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি খারিজ করে দিল টমস্ক শহরের আদালত। রাশিয়ায় ভাগবদগীতার অনুবাদিত সংস্করণকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে  গত জুন মাসে একটি মামলা দায়ের করা হয় সাইবেরিয়ার এই আদালতে। তবে আজ চূড়ান্ত শুনানিতে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এই মামলার জেরে সম্প্রতি রাজনৈতিক মহলেও  জলঘোলা শুরু হয়। ভারত এ নিয়ে রাশিয়ার কাছে প্রতিবাদও জানায়। অবশেষে আজ ওই দাবি খারিজ হয়ে যাওয়ায় সে দেশের সরকারকে  ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণা।  






First Published: Wednesday, December 28, 2011, 20:25


comments powered by Disqus