Last Updated: February 18, 2012 23:52

অলিম্পিকের যোগ্যতাঅর্জনকারী পর্বের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ভারত। দিল্লিতে সিঙ্গাপুরকে ১৫-১ গোলে হারিয়ে দিলেন ভরত ছেত্রীরা। ৩ গোল করে ম্যাচের সেরা হয়ে গুরবিন্দর সিং চাঁদি।
অলিম্পিকের যোগ্যতাঅর্জনকারী পর্বের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ভারত। দিল্লিতে সিঙ্গাপুরকে ১৫-১ গোলে হারিয়ে দিলেন ভরত ছেত্রীরা। বেজিং অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় হকি দল। তাই লন্ডনের ছাড়পত্র পেতে মরিয়া সন্দীপ সিংরা। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গুরবিন্দর সিং চাঁদি আর সরদারা সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নবসের দলকে।
প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে আরও ৯টি গোল করে তারা। দ্বিতীয়ার্ধে একটি গোল করতে সক্ষম হয় সিঙ্গাপুর। গোটা ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন গুরবিন্দর সিং চাঁদি। ঘরানা পরিবর্তন করে নবস যেভাবে দলকে প্রস্তুত করেছিল তারই প্রতিফলন ঘটল শনিবার। বড় ব্যবধানে জয়ের ফলে লিগ তালিকার উপরে থাকল ভারত।
First Published: Saturday, February 18, 2012, 23:52