সন্ধান মিলল ছদশক আগে তলিয়ে যাওয়া এস এস গ্যারসোপ্পার

সন্ধান মিলল ছদশক আগে তলিয়ে যাওয়া এস এস গ্যারসোপ্পার

সন্ধান মিলল ছদশক আগে তলিয়ে যাওয়া এস এস গ্যারসোপ্পারছয় দশক আগে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল এস এস গ্যারসোপ্পা। ব্রিটিশ পণ্যবাহী জাহাজটিতে ছিল সত্তর লক্ষ আউন্স রূপো। আজকের বাজারে যার মূল্য কয়েক কোটি ডলার। অবশেষে উত্তর অ্যাটলান্টিকের গভীরে সন্ধান মিলিছে সেই ব্রিটিশ জাহাজের। আর কয়েক মাসের মধ্যে জাহাজের ধনভাণ্ডারের খোঁজে ফের অভিযান শুরু হবে।উনিশশো একচল্লিশ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। অ্যাটলান্টিক পারাপারের পথে আক্রান্ত হয় ব্রিটিশ পন্যবাহী জাহাজ এস এস গ্যারসোপ্পা। জার্মান ইউ-বোট থেকে ছোঁড়া টর্পেডো ডুবিয়ে দেয় চারশো বারো ফুট দীর্ঘ জাহাজটিকে। একই সঙ্গে সমুদ্রগর্ভে তলিয়ে যায় সত্তর লক্ষ আউন্স রুপো। তারপর ষাট বছর কেটে গেছে। এস এস গ্যারসোপ্পার খোঁজে কম অভিযান হয়নি। তবে ব্রিটিশ জাহাজটি বা তার মহামুল্যবান পণ্যের কোনও হদিশ মেলেনি। দুহাজার দশ সালে ওডিসি মেরিন এক্সপ্লোরেশন সংস্থাকে এই জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার দায়িত্ব দেয় ব্রিটিশ সরকার। প্রায় এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়ে অবশেষে এস এস গ্যারসোপ্পার ধ্বংসাবশেষের হদিশ মিলেছে। ওডিসি সংস্থার সুত্রে জানা গেছে উত্তর অ্যাটলান্টিকে, আয়ারল্যান্ডের উপকূল থেকে তিনশো মাইল দুরত্বে, সমুদ্রের নিচে চার হাজার সাতশো মিটার গভীরে রয়েছে এস এস গ্যারসোপ্পার ধ্বংসাবশেষ। বহু দিন অনুসন্ধান চালিয়েই অভিযাত্রীরা এবিষয়ে নিশ্চিত হয়েছেন। আর এস এস গ্যারসোপ্পার মধ্যে থাকা ধনভাণ্ডার? তার হদিশ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকমাসের মধ্যে নতুন করে অনুসন্ধান শুরু হবে। গ্যারসোপ্পায় থাকা রূপোর মুল্য আজকের বাজারে কোটি কোটি ডলার। গ্যারসোপ্পার ধনভাণ্ডারের খোঁজ যদি সত্যিই পাওয়া যায়, তবে তা নিঃসন্দেহে রেকর্ড সৃষ্টি করবে।

First Published: Tuesday, September 27, 2011, 23:21


comments powered by Disqus