মাস্টারব্লাস্টারের ১৯৯তম টেস্ট, সচিনময় ইডেনের টিকিট

মাস্টারব্লাস্টারের ১৯৯তম টেস্ট, সচিনময় ইডেনের টিকিট

মাস্টারব্লাস্টারের ১৯৯তম টেস্ট, সচিনময় ইডেনের টিকিটইডেন টেস্টের প্রথম দিনের টিকিটে থাকছে যোগেন চৌধুরীর আঁকা সচিনের ছবি। দ্বিতীয় দিনের টিকিটে থাকবে সচিনের ৫০ তম টেস্ট শতরান করার ছবি।

বাকী তিনদিনের টিকিটে সচিনের খেলার বিশেষ তিনটি মূহুর্তের ছবি ছাপানো হচ্ছে। টিকিটের উপর ১৯৯তম টেস্ট কথাটির উল্লেখ রাখা হচ্ছে। তার নীচে স্যালুট সচিন কথাটি ছাপা হচ্ছে। প্রতিটি টিকিটে থাকছে সচিনের সই। টিকিটটি যাতে দর্শকরা স্মারক হিসাবে রাখতে পারে তাই এই উদ্যোগ নিয়েছে সিএবি।
  
কলকাতা পুলিসের সিলমোহর পরার পর সিএবির হাতে টিকিট চলে আসবে ২৩ অক্টোবর।
  

First Published: Monday, October 21, 2013, 21:16


comments powered by Disqus