Last Updated: November 14, 2013 12:33

দীর্ঘ ২৪ বছর যে লোকটা ব্যাট হাতে ২২গজে নামলে ওই একজনের সাফল্যের প্রার্থনায় এক সঙ্গে বসে যেত একটা গোটা দেশ। হতাশা, দুঃখ, অভিমান ভুলে থাকার চেষ্টা করেছে একজনের ব্যাটিংয়ের মধ্যে দিয়ে। নিজেদের মধ্যে হাজারো বিবেধ, মতানৈক্য তুড়ি মেরে উড়িয়ে এক জনের ব্যাপারে দু`যুগ ধরে সহমত হয়েছে ১১০ কোটির এই দেশে। টানা ২৪ বছর ধরে ওই একটা নাম আমাদের অন্তত একটা বিষয়ে সেরা থাকার গর্ব উপহার দিয়েছে বারবার। ওই একজনে সাফল্যে একসঙ্গে উদ্বেল হয়েছে আড়াইটে প্রজন্ম। ব্যর্থতায় ব্যাথায় দীর্ণ হয়েছে। অভিমানে ঠোঁট ফুলিয়েছে। আজ তাঁর বিদায় বেলা। রূপকথার শেষ অধ্যায়ের পাতা উল্টানো শুরু হয়ে গেল আজ থেকে।
সচিন তেন্ডুলকর, এই নামটার সঙ্গে দীর্ঘ ২৪ বছর ধরে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়েছে এই গোটা দেশটার। শুধু ক্রিকেট দিয়ে এই সম্পর্ককে ব্যাখা করা সম্ভব নয়। এই দুটো যুগ ধরে সচিন তেন্ডুলকর নামটার সঙ্গে কত শত মুহূর্ত, অনুভূতি, ভাললাগা, ভালবাসা জমা হয়েছে আমাদের সবার মনে। আপনাদের সেই বিশেষ `সচিনীয়` মুহূর্ত ভাগ করে নিন আমাদের সঙ্গে। কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে।
First Published: Thursday, November 14, 2013, 14:40