সচিনকে সম্মানিত করলেন হাসিনা

সচিনকে সম্মানিত করলেন হাসিনা

সচিনকে সম্মানিত করলেন হাসিনাবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সচিন তেন্ডুলকর। মীরপুরে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করার জন্য সচিনকে সম্মানিত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যান মাস্টার ব্লাস্টার। সেখানে একঘণ্টা সময় কাটান তিনি। সচিনের হাতে ফুলের স্তবক আর মিষ্টি তুলে দেন মুজিবতনয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সম্মানিত হতে পেরে অভিভূত তেন্ডুলকর।

First Published: Monday, March 19, 2012, 21:59


comments powered by Disqus