ভারতরত্নের দৌড়ে নেই সচিন

ভারতরত্নের দৌড়ে নেই সচিন

ভারতরত্নের দৌড়ে নেই সচিনভারতরত্নের জন্য প্রস্তাবিত হলনা সচিন তেন্ডুলকরের নাম। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ আর এভারেস্টজয়ী তেনজিং নোরগের নাম প্রস্তাব করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এমনকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকেও সচিনের নাম পাঠানো হয়নি। এবিষয়ে বোর্ড কর্তা রাজীব শুক্লা জানিয়েছেন, ভারতরত্নের জন্য নাম প্রস্তাব করে ক্রীড়ামন্ত্রকই। এব্যাপারে তাঁদের কিছু করণীয় নেই।






First Published: Wednesday, January 25, 2012, 10:45


comments powered by Disqus