Sachin, Rahul gets Dhoni`s trust, ধোনির আস্থা সচিন, রাহুলেই

ধোনির আস্থা সচিন, রাহুলেই

ধোনির আস্থা সচিন, রাহুলেইসচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ খেলার অভিজ্ঞতা আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়কের মতে দুহাজার আট সালে অস্ট্রেলিয়ার মাটিতে যথেষ্ট ভাল খেলেছিল ভারতীয় দল। সিরিজ জয়ের সুযোগ থাকলেও তাঁরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

তাঁর মতে এবারও ভারতীয় দলের সিরিজ জেতার মত ক্ষমতা আছে। তবে ধোনি কোন মতেই অস্ট্রেলিয়া দলকে হালকাভাবে নিচ্ছেন না। অবসরের কারনে বেশ কয়েকজন বড় মাপের ক্রিকেটার এবারের অস্ট্রেলিয়া দলে নেই। কিন্তু ধোনি মনে করেন না এতে অসিদের শক্তি কমে গেছে। তাঁর মতে বিপক্ষ দলকে খাটো করে দেখলে ভুল হবে। প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় তাঁরা পাবেন বলেই মনে করেন মাহি। ধোনি মনে করেন এবারের অস্ট্রেলিয়া সফর ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।

First Published: Thursday, December 15, 2011, 19:19


comments powered by Disqus