Last Updated: September 1, 2013 21:36

দেশের মাটিতে সচিন তেন্ডুলকরকে দুশোতম টেস্ট খেলার অনন্য নজির সৃষ্টির সুযোগ করে দিতে চলেছে ভারতীয় বোর্ড। সব ঠিক থাকলে নিজের শহর মুম্বই বা কলকাতায় ২০০ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ থাকছে মাস্টার ব্লাস্টারের সামনে। কারণ ক্রিকেট মহলে জোর জল্পনা ২০০ তম টেস্ট খেলেই ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন সচিন।
আগে ঠিক ছিল দক্ষিণ আফ্রিকা সফরেই দুশোতম টেস্ট খেলার সুযোগ পাবেন সচিন।কিন্তু বোর্ডের কর্মসমিতির জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ভারত সফরে আসার জন্য আমন্ত্রন জানানো হবে। দুটি টেস্ট আর পাঁচটি একদিনের ম্যাচ খেলতে পারে তারা।দুটি টেস্টের মধ্যে একটি কলকাতা এবং অন্যটি মুম্বইয়ে হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে।
First Published: Sunday, September 1, 2013, 21:36