সচিন উত্সব শুরু, অনুশীলন দেখতেই ইডেনে ভিড় ভক্তদের

সচিন উত্সব শুরু, অনুশীলন দেখতেই ইডেনে ভিড় ভক্তদের

সচিন উত্সব শুরু, অনুশীলন দেখতেই ইডেনে ভিড় ভক্তদের ইডেনে শুরু সচিন উত্‍সব। মাস্টার ব্লাস্টারের ১৯৯ তম টেস্ট দেখার আগেই অনুশীলন দেখতে ইডেনে রীতিমতন ভিড় জমিয়েছেন সচিন ভক্তরা। আজ অনুশীলনের নির্ধারিত সময়ের প্রায় পঞ্চাশ মিনিট পরে ইডেনে ঢোকেন সচিন। গোলাপের পাপড়ি দিয়ে সচিনকে অভ্যর্থনা জানায় সিএবি। অনুশীলনে ঢোকার সময়ই কোনও খেলোয়ারকে এই ধরনের অভ্যর্থনা বিশ্ব ক্রিকেটে বিরল। ইডেনে ঢুকেই কিছুক্ষণ টিম মিটিংয়ের পর গা ঘামাতে মাঠে নেমে পড়েন সচিন।

গতকাল রাতে কলকাতায় পা দিয়েছেন সচিন তেন্ডুলকর। রবিবার রাত পৌনে ৯টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বোরোন মাস্টার ব্লাস্টার। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ছিলেন অসংখ্য শুভানুধ্যায়ী। আগামী কয়েকদিন কলকাতা কি ভাবে সচিনময় উঠতে চলেছে তার একটা টুকরো ছবি এদিন পাওয়া গেল বিমানবন্দরে।

অসংখ্য সচিনভক্ত যে ভাবে তাঁকে একবার দেখতে পাগলের মতো দৌঁড়চ্ছিলেন তাতে সচিনকে বিমানবন্দর থেকে বের করতে গিয়েও ফের ভেতরে ঢুকিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। শেষ পর্যন্ত অবশ্য কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাসি মুখে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে-নাড়তে বিমানবন্দরে ছাড়েন সচিন। বিমানবন্দরে সচিনকে অভ্যর্থনা জানান সিএবি যুগ্মসচিব সুবীর গাঙ্গুলি এবং কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। সচিনের হাতে তাঁরা ১৯৯টি গোলাপের তোড়া এবং কালীপুজোর প্রসাদ তুলে দেন।

First Published: Monday, November 4, 2013, 11:32


comments powered by Disqus