শ্রীলঙ্কা সফরে নেই সচিন

শ্রীলঙ্কা সফরে নেই সচিন

শ্রীলঙ্কা সফরে নেই সচিনশ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সচিন তেন্ডুলকর। বুধবারই শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়। প্রত্যাশামতোই চোট সারিয়ে দলে ফিরছেন বীরেন্দ্র সেওয়াগ এবং জাহির খান। তবে এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সচিন তেন্ডুলকরকে দলে রাখেননি নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুরন্ত পারফরম্যান্সের জন্য দলে জায়গা করে নিয়েছেন অশোক দিন্দা। রয়েছেন মনোজ তিওয়ারিও। তবে জায়গা পাননি আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। দলে জায়গা হয়নি হরভজন সিংয়েরও। তাঁর জায়গায় দলে জায়গা করে নিয়েছেন অশ্বিন। থাকছেন প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মাও। এশিয়া কাপে না খেললেও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন উমেশ যাদব। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত জানান তাঁরা সেরা দলকেই পাঠাচ্ছেন শ্রীলঙ্কাতে।

শ্রীলঙ্কা সফরে পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। শ্রীলঙ্কাতেও ভারতের অধিনায়ক থাকছেন ধোনি। সহ অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।

নির্বাচিত ভারতীয় দল:
বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, আর অশ্বিন, উমেশ যাদব, অশোক দিন্দা, মহেন্দ্র সিং ধোনি( অধিনায়ক), সুরেশ রায়না, বিনয় কুমার, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, অজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, রাহুল শর্মা ও জাহির খান।








First Published: Wednesday, July 4, 2012, 20:55


comments powered by Disqus