Last Updated: January 13, 2014 23:15

অবসরের পর তিনি কী করবেন? সচিন তেন্ডুলকর ঠিক করুন বা না করুন, মুম্বই ইন্ডিয়ানস ঠিক করে ফেলেছে। শোনা যাচ্ছে গুরু দায়িত্ব পেতে চলেছেন মাস্টার ব্লাস্টার। মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর ছাড়াও বিশেষ কিছু বাড়তি দায়িত্ব দেওয়া হবে সচিনকে।
ভবিষ্যতে মুম্বই দলে সচিনের কথাই শেষ কথা হবে বলে শোনা যাচ্ছে। মুম্বই দলের সুত্রের খবর সচিনকে ডিরেক্টর পদের প্রস্তাব দেওয়া হতে পারে। সচিনও নাকি মুম্বই দলটির সঙ্গে কাজ করতে আগ্রহী। গতবছরই অনিল কুম্বলেকে মুম্বই দলের মেন্টর করা হয়েছিল। সচিন এলে কুম্বলেকে সরিয়ে দেওয়া হবে কি না সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
First Published: Monday, January 13, 2014, 23:15