Last Updated: February 10, 2014 18:13

সাগর ঘোষ হত্যার সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সিআইডির তদন্তকারী অফিসারকে সরানোর ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। পাড়ুই কাণ্ডে তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বে স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠনের ভাবনা রয়েছে আদালতের। আজ রিপোর্ট পেশের আগেই তড়িঘড়ি পাঁচজনকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। কোথাও চাপ কাজ করছে বলে মন্তব্য করেন।
২০১৩ সালের ২১শে জুলাই পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন বীরভূমের পাড়ুইয়ে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। ২৩ শে ডিসেম্বর তদন্তের ভার নেয় সিআইডি। গত সোমবার তেসরা ফেবরুয়ারি তদন্ত রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। দশই ফেব্রুয়ারিও সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। সিআইডির তদন্তকারী অফিসারকে সরানোর ইঙ্গিত দিয়েছে হাইকোর্ট। হত্যাকাণ্ডের তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনেরও ভাবনা রয়েছে হাইকোর্টের। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন দময়ন্তী সেনের সঙ্গে কথা বলে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত সোমবার পাড়ুই কাণ্ডের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ইঙ্গিতও দেন। সোমবার দশই ফেব্রুয়ারি তদন্ত রিপোর্ট পেশের কথা ছিল । তার আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। কোথাও চাপ কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
First Published: Monday, February 10, 2014, 18:15