Last Updated: February 17, 2012 00:02

কমিটিতেও এর সমাধান হয়নি। এরপর দুপক্ষের দূরত্বও বাড়ছিল। ঠিক সেসময়ই উভয় পক্ষই কিছুটা নরম মনোভাব দেখিয়ে আলোচনায় বসল।
বৈঠকে সাহারাশ্রী সুব্রত রায়ের বেশ কিছু প্রস্তাব মেনে নেয় বিসিসিআই। সাহারার দাবি মতো নিলামের অর্থ বাড়িয়ে দেয় বোর্ড। পাশাপাশি ক্রিকেটার নেওয়ার সময়সীমাও বাড়িয়ে দেয়। সাহারার দাবিমত ফ্রাঞ্চাইজি ফি কমিয়ে দেওয়া হয়। একটি প্লে-অফ ম্যাচ পুণেতে করার সিদ্ধান্তও নেয় বিসিসিআই। সাহারাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নতুন করে সব ক্রিকেটারকে ফের নিলামে তোলার ব্যাপারটি বিবেচনা করে দেখবে বিসিসিআই।
এর পাশাপাশি পুণেকে প্রথম একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দেওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছে বোর্ড। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এব্যাপারে কথা বলবে বোর্ড কর্তারা। সাহারাশ্রী সুব্রত রায় জানান, দর্শকদের কথা চিন্তা করে এবং ভারতীয় ক্রিকেটের দিকে তাকিয়ে তাঁদের এই সিদ্ধান্ত। তিনি সংবাদমাধ্যম, বোর্ড কর্তা ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ জানিয়েছেন।
First Published: Friday, February 17, 2012, 00:02