Last Updated: March 13, 2014 17:30

সুপ্রিম কোর্টে জামিন পেলেন না সাহারাশ্রী সুব্রত রায়। শুধু তাই-ই নয়। জামিনের আবেদনের শুনানির সময় সাহারাকর্তাকে রীতিমতো ভর্ত্সনা করে বিচারপতি বলেন, সুব্রত রায়ের জামিনের চাবিকাঠি তাঁর নিজের হাতেই আছে। বিনিয়োগকারীদের টাকা ফেরতের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানালে তবেই জামিন পাবেন তিনি। এর আগেও টাকা ফেরত সম্পর্কে একই মন্তব্য করেছিল শীর্ষ আদালত। ফলে ২৫ মার্চ পর্যন্ত তাঁকে তিহার জেলেই থাকতে হবে। সে দিনই ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
সাহারা গোষ্ঠীর একাধিক কোম্পানির বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) মামলা দায়ের করা হয়। আদালত সাহারাশ্রীকে ২৪ হাজার কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দেন। নানা টালবাহানায় সাহারা গোষ্ঠী সেই মামলা বিলম্বিত করে চলছিল।
First Published: Thursday, March 13, 2014, 17:32