Last Updated: March 25, 2014 17:56

আমানতকারীদের বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে নতুন প্রস্তাব দিল সাহারা গোষ্ঠী। সাহারা গোষ্ঠীর কাছে আমানতকারীদের পাওনা কুড়ি হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্টকে সাহারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন চার দিনের মধ্যে তারা মিটিয়ে দেবে আড়াই হাজার কোটি টাকা। এরপর এবছরের জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে তিন কিস্তিতে জমা দেওয়া হবে সাড়ে তিন হাজার কোটি টাকা করে।
বাকি টাকাটা ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে শীর্ষ আদালতকে। বকেয়া টাকা না মেটানোর কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন জেলেই রয়েছেন সাহারাকর্তা সুব্রত রায়। বকেয়া টাকা ফেরতের মামলায় গরহাজির ছিলেন সুব্রত রায়। এরপরেই আগাম জামিনের আর্জি খারিজকরে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
First Published: Tuesday, March 25, 2014, 17:56