বুলেট রাজায় বাঙালি বর সইফ

বুলেট রাজায় বাঙালি বর সইফ

বুলেট রাজায় বাঙালি বর সইফ সাহেব, বিবি অওর গ্যাংস্টারের পর আগামী ছবি বুলেট রাজা নিয়ে তৈরি তিঘমাংশু ধুলিয়া। ছবির বেশির ভাগ অংশই শুটিং হয়েছে কলকাতায়। সোনাক্ষি, সইফ দুজনকেই এই ছবিতে দেখা যাবে আগাগোড়া বাঙালি চরিত্রে। শুধু তাই নয়, ছবিতে দুজনকেই প্রথমবারের জন্য দেখা যাবে বাঙালি বর-কনের সাজে।

উত্তর প্রদেশের মাফিয়াদের নিয়ে ছবি বুলেট রাজা। সইফ, সোনাক্ষি ছাড়াও ছবিতে রয়েছেন জিমি শেরগিল, বিদ্যুত্ জামওয়াল, গুলশন গ্রোভার, রাজ বব্বর ও চাঙ্কি পাণ্ডে। তিঘমাংশু ধুলিয়া ছাড়াও ছবি প্রযোজনা করেছেন নিতীন তেজ আহুজা, রাহুল মিত্র, ফক্স স্টার স্টুডিওজ, এ মুভিং পিকচারস ও ব্র্যান্ডস্মিথ মোশন পিকচারস প্রোডাকশন।

আগামী ২৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বুলেট রাজা।

First Published: Wednesday, October 23, 2013, 15:54


comments powered by Disqus