নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?

নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?

নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?বিয়ে করেছেন সদ্য। জীবনের মধুচন্দ্রিমার বছর সবে শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই সইফ আলি খানের বাস এখন সপ্তম স্বর্গে। বেজায় খুশি করিনাও। তারমধ্যেই সম্প্রতি আবার জানতে পেরেছেন বিপুল সম্পত্তির মালিকানা পেতে চলেছেন সইফ!

জানা গেছে পতৌদির প্রাক্তন নবাব মনসুর আলি খানের একটি ম্যানসন ও বেশ কিছু অন্যান্য অ্যাসেটের মূল্য নাকি প্রায় ৭৫০ কোটি টাকা। যাঁর বেশির ভাগটাই তিনি পুত্র সইফের নামেই করে গেছেন। বাকিটা রয়েছে সইফের দুই বোন সোহা ও সাবার নামে। আর এই খবরে এতটাই খুশি হয়েছেন সইফ যে তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি। একটি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে সইফ বলেন, "আমার মনে হয় না সত্যিই সম্পত্তির মূল্য এতো। প্রকৃত মূল্য যদিও আমি জানি না, তাও শুনে মনে হচ্ছে যেন অনেকটাই বেশি। কিন্তু সবথেকে বড় কথা এটা আমার পৈতৃক সম্পত্তি। আমারা কাছে এটা অমূল্য"।

বাবার মৃত্যুর পর আনুষ্ঠানিক ভাবে নবাব হয়েছেন এক বছর আগেই। তবে ঘাটতি ছিল কিছু। সেইসব এবার মিটেছে। বিপুল পৈতৃক সম্পত্তি, পতৌদি ম্যানসনের মালিকানা, নবাবী আচরণ, সর্বোপরি নতুন বেগম; সবমিলিয়ে বলাই যায় এতোদিনে যেন সত্যিকারের নবাব হলেন সইফ।








First Published: Thursday, November 8, 2012, 13:36


comments powered by Disqus