Last Updated: June 3, 2012 15:56

২০০৭-এ তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছিল 'বিয়ের ডেট' নিয়ে। শুরু থেকেই শিরোনামে থাকা জুটির এই পাঁচ বছরে প্রায় ২৫ বার বিয়ের ডেট ঠিক করে ফেলেছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম। বলা বাহুল্য, প্রত্যেকবারই হতাশ হয়েছেন ফ্যানেরা। তবে এবারে একেবারে ঘোড়ার মুখের খবর। স্বয়ং শর্মিলা ঠাকুর জানিয়েছেন ১৬ অক্টোবর বিয়ে করতে চলেছেন নবাব সইফ আলি খান ও কাপুর খানদানের `সবকি লাডলি বেবো।`
শর্মিলা আরও জানিয়েছেন, হরিয়ানার পতৌদিতে খানদানি বাংলোতেই বাঁধা পড়বেন সইফ-করিনা। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হবে মূল বিয়ের অনুষ্ঠান। তবে গ্র্যান্ড রিশেপসনে উপস্থিত থাকবে প্রায় গোটা বলিউড।
বিয়ের খবর ছড়াতেই করিনার ফ্যানদের কপালে ভাঁজ। দিদি করিশমার মতো করিনাও কি এবার বিদায় জানাবেন গ্ল্যামার ওয়ার্ল্ডকে? সেই আশঙ্কাও উড়িয়ে দিয়ছেন হবু শাশুড়ি। তবে বেশি নয়। বছরে দুটি করে ছবিতে কাজ করবেন করিনা। আপাতত মধুর ভান্ডাকরের 'হিরোইন'-এর কাজ শেষ করে সঞ্জয় বনশালির 'রাম লীল'-য় কাজ করবেন পতৌদির হবু 'বেগম বেবো।' অভিষেক-ঐশ্বর্যর পর এটাই হতে চলেছে 'দ্য মোস্ট অ্যওয়েটেড বিগ ফ্যাট বলিউড ওয়েডিং।'
First Published: Tuesday, June 5, 2012, 19:16