মালদ্বীপে বিয়ে সইফিনার

মালদ্বীপে বিয়ে সইফিনার

মালদ্বীপে বিয়ে সইফিনারপতৌদির নবাব সইফ আর করিনার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ। ততোধিক দ্রুত বদলাচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য স্থানও। কখনও শোনা গেছে পতৌদির গ্রামে নিজের প্রাসাদেই করিনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি, কখনও বা শোনা গেছে করিনার পরিবারের ইচ্ছানুযায়ী মুম্বইতেই সাজবে তাঁদের বিয়ের মণ্ডপ। এমনকী সম্ভাব্য তালিকায় উঠে এসেছিল লন্ডনের নামও। সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে সইফ নিজেই ঘোষণা করলেন দক্ষিণ এশিয়ার সৈকত শহর মালদ্বীপে চার হাত এক হচ্ছে তাঁদের।

কিছুদিন আগেই একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে জানান, অক্টোবরে তাঁদের বিয়ে হচ্ছে না। বছরের শেষে ডিসেম্বরে বিয়ের দিন ঠিক করছেন তাঁরা। দুই পরিবারের ঘনিষ্ঠ মাত্র ১০০ জন নিমন্ত্রিতর মাঝখানে মালদ্বীপে সাত পাকে বাঁধা পড়বেন এই মুহুর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটির।

তবে সইফ বা করিনা কেউই তাঁদের কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবনকে এক করতে চান না। কিছুদিন আগেও সইফ বলেছিলেন, তিনি এখন `ককটেল` এর কাজ ছাড়া অন্য কিছুই ভাবতেই রাজি নন। আর তাই বিয়ে নিয়ে বেশি কিছু বলতে রাজি নন তিনি। অন্যদিকে করিনাও ব্যস্ত তাঁর বহুচর্চিত `হিরোইন`-এর পোস্ট প্রোডাকশন কাজে ব্যস্ত।






First Published: Friday, July 27, 2012, 17:04


comments powered by Disqus