ইন্দোনেশিয়ান সিরিজের ফাইনালে সাইনা

ইন্দোনেশিয়ান সিরিজের ফাইনালে সাইনা

ইন্দোনেশিয়ান সিরিজের ফাইনালে সাইনাইন্দোনেশিয়ান সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। সেমিফাইনালে কোরিয়ার সুঙকে স্ট্রেট গেমে হারিয়ে দেন পঞ্চম বাছাই সাইনা। মাত্র পঞ্চাশ মিনিটে সুঙকে ২২-২০, ২১-১৮ গেমে হারিয়ে দেন তিনি।

চলতি মরসুমে পরপর দুটি খেতাব জেতার হাতছানি সাইনার সামনে। গত সপ্তাহে থাইল্যান্ড ওপেন জিতেছিলেন তিনি। এবার ইন্দোনেশিয়ান ওপেন জেতার হাতছানি। এক সপ্তাহ ব্যবধানে দুটো আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অলিম্পিকের আগে সাইনার আত্মবিশ্বাস যে বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

First Published: Saturday, June 16, 2012, 22:38


comments powered by Disqus