সাইনার কাছে হার সিন্ধুর

সাইনার কাছে হার সিন্ধুর

সাইনার কাছে হার সিন্ধুর ভারতীয় ব্যাডমিন্টনের মহারানী হারিয়ে দিল রাজকুমারিকে। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে আওয়াধ ওয়ারিয়ার্সের পি ভি সিন্ধুকে সহজেই হারিয়ে দিলেন হায়দরাবাদ হটশটসের সাইনা নেহওয়াল।

বিশ্বচ্যাম্পিয়নিশিপে ব্রোঞ্জ জেতার পর সবাই ভেবেছিলেন এই ম্যাচে সাইনাকে টেক্কা দেবেন সিন্ধু। কিন্তু গোটা ম্যাচে সিন্ধুকে দাঁড়াতে দেননি সাইনা। ২১-১৯, ২১-৮ গেমে সিন্ধুকে হারিয়ে দেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা। এই ম্যাচের পর আওয়াধ দলের বিরুদ্ধে ২-০ পয়েন্টে এগিয়ে গেল হায়দরাবাদের দল। এর আগে হায়দরাবাদের থাই খেলোয়াড় হারিয়েছিলেন গুরুসাইদতকে। আওয়াধ দলের হয়ে খেলেন গুরুসাই। 

First Published: Thursday, August 15, 2013, 23:21


comments powered by Disqus