কোরিয়া ওপেনের কোয়ার্টারে সাইনা, Saina Nehwal in querterfinal of Saina

কোরিয়া ওপেনের কোয়ার্টারে সাইনা

কোরিয়া ওপেনের কোয়ার্টারে সাইনাকোরিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। মাত্র ৩৬ মিনিটের মধ্যে চিনের শাও চেংকে স্ট্রেট গেমে হারিয়া দেন তিনি। সাইনার পক্ষে খেলার ফল ২১-১৪, ২১-১০। প্রথম গেমটি সহজে জিতলেও দ্বিতীয় গেমটি জিততে খানিকটা লড়াই করতে হয় চতুর্থ বাছাই সাইনাকে। দ্বিতীয় গেমে প্রথম দিকে ০-৩ পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু শাও চেংকে RALLY-র ফাঁদে ফেলে অবশেষে গেমটি নিজের পকেটে পুড়ে ফেলেন এই হায়দ্রাবাদি তারকা।





First Published: Thursday, January 5, 2012, 22:38


comments powered by Disqus