বিশ্ব ব্যাডমিন্টনের শেষ আটে সাইনা

বিশ্ব ব্যাডমিন্টনের শেষ আটে সাইনা

Tag:  Saina Nehwal
বিশ্ব ব্যাডমিন্টনের শেষ আটে সাইনাবিশ্ব ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই সাইনা হারালেন থাইল্যান্ড প্রন্তিপ বুরানাপ্রসার্তসুককে। চিনের গুয়াংঝৌ শহরের তিয়ানহি ইন্ডোর স্টেডিয়ামে সাইনা প্রথম গেমে হেরেও দারুণভাবে কামব্যাক করে হারালেন প্রতিযোগিতার ১৫ তম বাছাইকে।

৫২ মিনিট ধরে চলা এই ম্যাচে ভারতের ব্যাডমিন্টন রানি জিতলেন ১৮-২১, ২১-১৬, ২১-১৪। এই জয়ের ফলে প্রন্তিপের বিরুদ্ধে অলউইন রেকর্ড ধরে রাখলেন সাইনা। ছ বার খেলে প্রন্তিপের বিরুদ্ধে ছ বারই জিতলেন সাইনা।

সেমিফাইনালে উঠতে হলে সাইনার সামনে এবার কোরিয়ার ইয়ন জুয়া বে অথবা জাপানের সায়া তাকসাকি। অষ্টম বাছাই জাপানি মিনাৎসু মিতানি আগেই বিদায় নেওয়ায় সাইনাকে খাতায় কলমে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাচ্ছেন।










First Published: Thursday, August 8, 2013, 18:01


comments powered by Disqus