Last Updated: June 10, 2012 15:22

তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। রবিবার ব্যাঙ্ককে থাই প্রতিপক্ষ রাটচাঙ্ক ইস্থাননকে ১৯-২১, ২১-১৫, ২১-১০ হারিয়ে তাইল্যান্ট ওপেন গ্র্যান্ড প্রিক্সগোল্ড খেতাব তুলে নেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা টুর্নামেন্টের প্রথম বাছাই সাইনা। গত মার্চ মাসে সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মরসুমের এটা তাঁর দ্বিতীয় খেতাব।
শুরুটা অবশ্য ভাল হয়নি ২২ বছরের ভারতীয় ব্যাডমিন্টন তারকার ।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইস্থাননের কাছে প্রথম গেম হারতে হয় সাইনাকে। যদিও দ্রুত ছন্দে ফেরেন সাইনা। পরপর দুটি গেম জিতে খেতাব জিতে নেন তিনি। অলিম্পিকের আগে সাইনার জয় নিসন্দেহে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
First Published: Sunday, June 10, 2012, 15:45