Last Updated: January 11, 2013 16:33

জয় দিয়েই নতুন মরসুম শুরু করলেন সাইনা নেহওয়াল। কোরিয়া ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের এই অলিম্পিয়ান। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ আটে পৌঁছলেন সাইনা।
মাত্র ছত্রিশ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে কোরিয়া ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল। ইন্দোনেশিয়ার মিংশিয়ান ফুকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে পৌঁছলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা। খেলার ফল ২১-১৬, ২১-৯। বিশ্বের তিন নম্বরে থাকা সাইনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন চিনের লিন হানের।
First Published: Friday, January 11, 2013, 16:33