নামতে নামতে সাইনা চারে

নামতে নামতে সাইনা চারে

নামতে নামতে সাইনা চারে ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু`ধাপ নেমে গেলেন। সম্প্রতি প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাডমিন্টন ফেডেরেশনের র‌্যাঙ্কিংয়ের তালিকায় সাইনা আছেন চার নম্বরে।

শুক্রবার সিঙ্গাপুর ওপেনের সুপার সিরিজে ফাইনালে হেরে যান ২৩ বছরের এই হায়দরাবাদী। এই বছরটা এখনও পর্যন্ত বেশ কঠিনই যাচ্ছে সাইনার। বছরতার অর্ধেক সময় পেরিয়ে এলেও সাইনার ঝুলিতে সিঙ্গলস ট্রফির সংখ্যা শূন্য।

অপর হায়দরাবাদী ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যত বলে খ্যাত পি ভি সিন্ধুও একধাপ নেমে নতুন তালিকায় ১২ নম্বরে। চোটের জন্য সিঙ্গাপুর ওপেন সিরিজ খেলতেই পারেননি সিন্ধু।

বিশ্বের প্রথম ৫০ জন মহিলা ব্যাডমিন্টন তারকাদের তালিকায় মাত্র দু`জন ঠাঁই পেলেও পুরুষ বিভাগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন মোট সাতজন। ভারতীয় এক নম্বর পুরুষ ব্যাডমিন্টন তারক পারুপাল্লি কাশ্যপ বিশ্বক্রমতালিকায় ১১ নম্বরে রয়েছেন।

First Published: Saturday, June 22, 2013, 16:10


comments powered by Disqus