Last Updated: March 18, 2012 22:03

সুইস ওপেন চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। এই নিয়ে টানা দুবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি। তৃতীয় বাছাই সাইনা ফাইনালে স্ট্রেট সেটে হারান দ্বিতীয় বাছাই চিনের শিজিয়ান ওয়াংকে। খেলার ফল ২১-১৯, ২১-১৬। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে বেশ কয়েকধাপ এগিয়ে যাবেন সাইনা। বর্তমানে ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকার বিশ্ব র্যাঙ্কিং ৫।
বছরের শুরু থেকেই ভাল ফর্মে থাকলেও চলতি বছরে এটাই প্রথম টুর্নামেন্ট জয় সাইনার। এই মাসের শুরুর দিকে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছন তিনি। তার আগে জানুয়ারি মাসে মালয়শিয়া ওপেনের সেমিফাইনালে এবং কোরিয়া ওপেনের কোয়ার্টার পৌঁছেছিলেন তিনি।
First Published: Sunday, March 18, 2012, 22:06