Last Updated: June 17, 2012 15:11

ইন্দোনেশিয়ান সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। ফাইনালে সাইনা হারান চিনের জু রুই লিকে। খেলার ফল ১৩-২১, ২২-২০, ২১-১৯। নিজের থেকে র্যাঙ্কিং-এ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেম বেশ নড়বড়ে ভাবেই শুরু করেন সাইনা। প্রথম গেম খোয়ানোর পর দ্বিতীয় গেম পকেটস্থ করতেও বেশ বেগ পেতে হয় সাইনাকে। তৃতীয় গেম ছিল মূলত নার্ভের লড়াই। হাড্ডাহাড্ডি লড়ে শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতে নেন সাইনা। ২০০৯ থেকে এই নিয়ে তিনবার ইন্দোনেশিয়ান সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা।
এই মরসুমে এটা সাইনার তৃতীয় খেতাব। আগের সপ্তাহেই তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সাইনা। অলিম্পিকের আগে এক সপ্তাহ ব্যবধানে দুটো আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য সাইনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। চলতি মরসুমের মার্চ মাসে সুইস ওপেন চ্যাম্পিয়ন হন সাইনা।
First Published: Sunday, June 17, 2012, 15:14