Last Updated: March 17, 2013 22:39

নিজের ২৩ তম জন্মদিনটা ভাল গেল না সাইনা নেহওয়ালের। জন্মদিনেই সুইস ওপেনে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হল সাইনা নেহওয়ালের। রবিবার সুইস ওপেনের সেমিফাইনালে সাইনা হারলেন চিনের শিয়াং হোয়াংয়ের বিরুদ্ধে। প্রতিযোগিতায় দুবারের চ্যাম্পিয়ন সাইনা হারলেন ২১-১১, ১০-২১, ২১-৯।
ক দিন আগে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপেও সেমিফাইনালে হেরে ছিলেন সাইনা।
First Published: Sunday, March 17, 2013, 22:39