Last Updated: November 30, 2012 23:30

নিগ্রহের জেরে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সাঁইথিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সন্ধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
নবীনবরণ অনুষ্ঠানের জেরে কলেজ ছুটি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম মণ্ডলের অভিযোগ, সিদ্ধান্তের জেরে তাঁকে হেনস্থা করে কয়েকজন ছাত্র। দুপুরে ঘণ্টা দুয়েক ঘেরাও করে রাখা হয় তাঁকে। এরপরেই অসুস্থ হয়ে পড়েন উত্তমবাবু। অভিযুক্তরা সকলেই ছাত্র পরিষদের সদস্য বলে অভিযোগ।
First Published: Friday, November 30, 2012, 23:30