ভারতে নিযুক্ত নতুন পাক হাইকমিশনার সলমন বশির

ভারতে নিযুক্ত নতুন পাক হাইকমিশনার সলমন বশির

ভারতে নিযুক্ত নতুন পাক হাইকমিশনার সলমন বশিরভারতে পাকিস্তানের নতুন হাই কমিশনার নিযুক্ত হলেন সলমন বশির। শনিবার ভারতে নিযুক্ত নতুন পাক হাই কমিশনার সলমন বশিরের নাম ঘোষণা করেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মোয়াজ্জম আহমেদ খান। বর্তমান পাক হাই কমিশনার শহিদ মালিকের পরিবর্তেই দায়িত্ব নিচ্ছেন বশির।

৬০ বছর বয়সী সলমন বশির ২০০৮-এ পাকিস্তানের বিদেশ সচিব নিযুক্ত হন। ২৬/১১-র মুম্বই সন্ত্রাসের পরে ভারত-পাক আলোচনা প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন বশির। গত ৮ মার্চ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একদিনের ভারত সফরেও সঙ্গে এসেছিলেন তিনি। এর আগে ডেনমার্ক, লিথুয়ানিয়া, চিন ও মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন সলমন বশির।

First Published: Saturday, April 14, 2012, 19:27


comments powered by Disqus