Last Updated: November 9, 2011 19:03

স্পট ফিক্সিং কাণ্ডে শাস্তির বিরুদ্ধে আবেদন জানিয়েছেন সলমন বাট। লন্ডনের সাউথ ওয়ার্ক কোর্ট বাটকে তিরিশ মাস কারাবাসের শাস্তি দিয়েছিল। জেলে বসে বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে রীতিমত ছটফট করছেন সলমান বাট। বিশেষ করে তাঁর নবজাত সন্তানকে দেখার জন্য তিনি আকুল হয়ে রয়েছেন। বাটের আবেদন নিয়ে শুনানির তারিখ এখনও ঠিক হয়েনি।
First Published: Wednesday, November 9, 2011, 19:03