Last Updated: October 15, 2011 16:01

স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। কোর্টে দেওয়া বয়ানে সলমন জানিয়েছেন যে দেশের সঙ্গে তিনি প্রতারনা করেননি। সলমন আরও জানিয়েছেন যে বোলারদের নো বল করতে তিনি কখনোই বলেননি। বাটের নাকি বিশ্বাস করেননা যে কোনও ব্যাক্তি তাঁর উপর দেশকে প্রতারনা করার জন্য প্রভাব বিস্তার করতে পারবেন। পাক ক্রিকেটার মহম্মদ আসিফও স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
First Published: Saturday, October 15, 2011, 16:01