Last Updated: February 26, 2012 21:10

এই মুহুর্তে টিনসেল টাউনের `হাই-প্রোফাইল দুশমনি` আর ক্যাম্প বিভাজনের গুঞ্জনের পরেও দূরত্ব কমছে দুই খানের। খুব জলদি পড়শি হতে চলেছেন দু`জন। খবর, শাহরুখ-প্রাসাদ `মান্নাত`-এর ঢিল ছোঁড়া দূরত্বে ৩২ কোটি টাকার ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনছেন সাল্লু-ভাই।
আপাতত নির্মিয়মান এই ২৮ তলার এই আবাসনটির নাম `দ্য অ্যাড্রেস অ্যাট বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড`। সল্লুর বর্তমান ঠিকানা গ্যালাক্সি থেকেও বেশ কাছেই তাঁর নতুন বাসস্থান।
সূত্রে খবর, ৯,৭৬৩ স্কোয়ারফিটের এই ফ্ল্যাটটির এই মুহূর্তে বাজার মূল্য ৩২ কোটি। সলমন ইতিমধ্যেই ডিউটি ফি বাবদ ১.৬৪ কোটি টাকা জমা দিয়েছেন।
First Published: Sunday, February 26, 2012, 21:10