Last Updated: April 18, 2013 20:50

খান কলহ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন সলমন। বম্বে টকিজ ছবিতে একটি গানের দৃশ্যে একসঙ্গে নাচার কথা ছিল সলমন-শাহরুখের। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সলমন। শাহরুখ ছাড়াও আরও বহু তারকাকে দেখা যাবে ওই গানে।
ইতিমধ্যেই ওই গানের জন্য নিজের অংশের শুটিং সেরে ফেলেছেন আমির খান। চেন্নাই এক্সপ্রেসের কাজ শেষ করেই শুটিং করবেন শাহরুখও।
এর আগে করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায় ও হাম তুমহারে হ্যায় সনম ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুই খানকে।
First Published: Thursday, April 18, 2013, 20:50