কন্যা সন্তানের বাবা হতে চান সলমন

কন্যা সন্তানের বাবা হতে চান সলমন

কন্যা সন্তানের বাবা হতে চান সলমনযদি কোনওদিন আমার সন্তান হয়, তবে সে মেয়ে হবে। এভাবেই মনের ইচ্ছা জানালেন বলিউড ব্যাচেলর সলমন খান। ১০ দিনের সফরে ভারতে এসেছেন মিস ইউনিভার্স অলিভিয়া কালপো। তাঁর সঙ্গে একটি প্রেস কনফারেন্সে সলমন বলেন, "যদি আমার কোনওদিন সন্তান হয়...ইনসাল্লাহ যেন হয়...আমি চাইব যেন মেয়ে হয়।"

বরাবরই সলমন কন্য ভ্রূণ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। অলিভিয়াও সলমনের সঙ্গে দেখা করে খুশি। সলমন ছাড়াও লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করবেন অলিভিয়া।

এই বছরে মুক্তি পায়নি তাঁর আর কোনও ছবি। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে জয় হো, কিক। এছাড়াও তাঁর হাতে রয়েছে নো এন্ট্রি মে এন্ট্রি ও সুরজ বরজাতিয়ার আগামী ছবি।








First Published: Sunday, October 6, 2013, 20:46


comments powered by Disqus