আবার স্নায়ুরোগের উপসর্গ সলমনের

আবার স্নায়ুরোগের উপসর্গ সলমনের

আবার স্নায়ুরোগের উপসর্গ সলমনেরগত বছর `বডিগার্ড` ছবির মুক্তির সময় অস্ত্রোপচারের জন্য আমেরিকায় যেতে হয়েছিল বলিউডের `হ্যান্ডসাম হাঙ্ক` সলমন খানকে। অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সূত্রের খবর, আবার নার্ভের সমস্যার জন্য চোয়াল ব্যথায় ভুগছেন সল্লু।

`পার্টনার` ছবিতে অভিনয় করার সময় থেকেই তিনি ট্রাইজেমিনাল নিউরোলজিয়াতে আক্রান্ত হয়েছিলেন। `বডিগার্ড` ছবির শুটিংয়ের সময় সমস্যাটি মারাত্মক আকার ধারণ করেছিল। খবর, তাঁর কপালে একটা মারাত্মক যন্ত্রণা হত এবং ধীরে ধীরে সারা মুখে ছড়িয়ে যেত। এটা একধরণের নার্ভের সমস্যা বলে জানিয়েছিলেন সলমন। মাঝে মাঝে কমে গেলেও আবার ফিরে ফিরে আসত সেই যন্ত্রণা। `বডিগার্ড`এ শ্যুটিংয়ের সময়ে যন্ত্রণাটা মারাত্মক কষ্ট দেয় সল্লু মিয়াকে। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছিলেন তিনি। দীর্ঘ ৮ ঘন্টা লেগেছিল তাঁর এই অস্ত্রপচার করতে।

গত ৭ বছর ধরে সল্লু নার্ভের সমস্যায় ভুগছেন। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু গেল মাসে কবীর খানের `এক থা টাইগার` ছবির শুটিংয়ের দরুন কিউবাতে চোয়ালের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন সলমন।

এ প্রসঙ্গে সলমনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, "সলমনের চিকিত্‍সা চলছে, কিন্তু সেই নিয়ে সলমন খুব বেশি চিন্তা করেন না। মানুষ অনেকরকম রোগে ভোগেন। এটাও একরকমের শারীরিক সমস্যা। কিন্তু এর জন্য সলমনের স্বাভাবিক জীবনযাপনে তেমন কোনও প্রভাব পড়েনি।"





First Published: Saturday, March 3, 2012, 18:23


comments powered by Disqus